» আর রাহীকুল মাখতূম « বিখ্যাত সীরাত গ্রন্থ আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত...
» আর রাহীকুল মাখতূম «
বিখ্যাত সীরাত গ্রন্থ
আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন।বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি।এই গ্রন্থে বিস্তারিত ভাবে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হল –
তৎকালীন আরবের ভৌগলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা (العَرَبُ، الأَرْضُ وَالشَّعْبُ، الحُكْمُ وَالْاِقْتِصَادُ، الدِّيَانَةُ)
অনুচ্ছেদ ১২ টি
জাহেলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ (صُوْرٌ مِّن الْمُجْتَمِعِ الْعَرَبِيِّ الْجَاهِلِيِّ)
অনুচ্ছেদ ৩ টি
পয়গম্বরী বংশাবলী, রাসূলুল্লাহ (ﷺ)-এর সৌভাগ্যময় আবির্ভাব ও তাঁর পবিত্রতম জীবনের চল্লিশটা বৎসর (النَّسَبُ وَالْمُوَلَّدُ وَالنَّشْأَةُ)
অনুচ্ছেদ ৫ টি
সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনের চল্লিশ বছর (المولدُ وَأَرْبَعُوْنَ عَامًا قَبْلَ النُّبُوَّةِ)
অনুচ্ছেদ ১৪ টি
নুবুওয়াতী জীবন, রিসালাত ও দা‘ওয়াত (حياة النبـوة و الرسـالة والدعـوة)
অনুচ্ছেদ ১ টি
পয়গম্বরীত্বের প্রচ্ছায়ায় (فِيْ ظِلَالِ النُّبُوَّةِ وَالرِّسَالَةِ)
অনুচ্ছেদ ৫ টি
প্রথম ধাপ : ইসলাম প্রচারে আত্মনিয়োগ (المَرْحَلَةُ الْأُوْلٰى: مِنْ جِهَادِ الدَّعْوَةِ إِلَي اللهِ)
অনুচ্ছেদ ৩ টি
দ্বিতীয় ধাপ : প্রকাশ্য প্রচার (المَرْحَلَـةُ الثَّانِيَةُ الدَّعْــوَةُ جِهـَـارًا)
অনুচ্ছেদ ২০ টি
বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ (دخول كبار الصحابة فى الاسلام)
অনুচ্ছেদ ৮ টি
পূর্ণাঙ্গ বয়কট (الْمُقَاطَعَةُ الْعَامَّةُ)
অনুচ্ছেদ ৩ টি
আবূ ত্বালিব সমীপে শেষ কুরাইশ প্রতিনিধি দল (آخِرُ وَفْدِ قُرْيَشٍ إِلٰى أَبِيْ طَالِبٍ)
অনুচ্ছেদ ১ টি
শোকের বছর (عَــامُ الْحُـــزْنِ)
অনুচ্ছেদ ৪ টি
প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তা এবং এর অন্তর্নিহিত কারণসমূহ (عَوَامِلُ الصَّبْرِ وَالثُّبَاتِ)
অনুচ্ছেদ ৬ টি
তৃতীয় ধাপ- মক্কাভূমির বাইরে ইসলামের দাওয়াত (دَعْـوَةُ الْإِسْـلَامِ خـَارِجُ مَكَّـةَ)
অনুচ্ছেদ ১ টি
ব্যক্তি এবং গোষ্ঠিকে ইসলামের দাওয়াত প্রদান (عَرَضُ الْإِسْلَامِ عَلَى الْقَبَائِلِ وَالْأَفْرَادِ)
অনুচ্ছেদ ৪ টি
নৈশ ভ্রমণ ও উর্ধ্বগমন বা মি'রাজ (الإِسْــرَاءُ وَالْمِعْــرَاجُ)
অনুচ্ছেদ ১৪ টি
হিজরতের সর্বপ্রথম বাহিনী (طَلَائِـعُ الْهِجْـرَةِ)
অনুচ্ছেদ ১ টি
দারুন নাদওয়াতে (সংসদ ভবনে) কুরাইশদের অধিবেশন (فِيْ دَارِ النَّدْوَةِ [بَرْلَمَانُ قُرَيْشٍ)
অনুচ্ছেদ ২ টি
রাসূলুল্লাহ (সাঃ)-এর হিজরত (هِجْـرَةُ النَّبِـيِّ ﷺ)
অনুচ্ছেদ ১০ টি
মদীনার জীবন দাওয়াত, জিহাদ ও পরিত্রাণের যুগ (العهد المدنى عهد الدعوة والجهاد والنجاح)
অনুচ্ছেদ ২ টি
প্রথম পর্যায় (المَرْحَلَةُ الْأُوْلٰ)
অনুচ্ছেদ ৫ টি
ইহুদীদের সঙ্গে চুক্তি সম্পাদন (مُعَاهَدَةُ مَعَ الْيَهُوْدِ)
অনুচ্ছেদ ১ টি
অস্ত্রের ঝনাঝনানি (الكِفَاحُ الدَامِيْ)
অনুচ্ছেদ ৬ টি
গাযওয়ায়ে বদরে কুবরা- ইসলামের প্রথম ফায়সালাকারী যুদ্ধ (غَزْوَةُ بَدْرِ الْكُبْرٰى َاوَّلُ مَعْرِكَةٍ مِنْ مُعَارِكِ الْإِسْلَامِ الْفَاصِلَةِ)
অনুচ্ছেদ ৫১ টি
উহুদ যুদ্ধ (غَزْوَةُ أُحُدٍ)
অনুচ্ছেদ ৫৬ টি
উহুদ ও আহযাব যুদ্ধের মধ্যবর্তী সারিয়্যাহ ও অভিযানসমূহ (السَّرَايَا وَالْبُعُوْثُ بَيْنَ أُحُدٍ وَالْأَحْزَابِ)
অনুচ্ছেদ ৯ টি
গাযওয়ায়ে আহযাব (খন্দক বা পরিখার যুদ্ধ) (غَزْوَةُ الْأَحْزَابِ)
অনুচ্ছেদ ২ টি
বনু কুরাইযাহর যুদ্ধ (غَزْوَةُ بَنِيْ قُرَيْظَةَ)
অনুচ্ছেদ ১ টি
এ (আহযাব ও কুরাইযাহ) যুদ্ধ পরবর্তী ঘটনাবলী (النَّشَاطُ الْعَسْكَرِيْ بَعْدَ هٰذِهِ الْغَزْوَةِ)
অনুচ্ছেদ ৪ টি
বনু মুসত্বালাক্ব যুদ্ধ বা গাযওয়ায়ে মুরাইসী’ (৫ম অথবা ৬ষ্ঠ হিজরী) (غَزْوَةُ بَنِيْ الْمُصْطَلِقِ أَوْ غَزْوَةُ الْمُرَيْسِيْعِ (في شعبان سنة ٥ أو ٦ هـ))
অনুচ্ছেদ ৪ টি
গাযওয়ায়ে মুরাইসী’র পরের সামরিক অভিযানসমূহ (الْبُعُوْثُ وَالسَّرَايَا بَعْدَ غَزْوَةِ الْمُرَيْسِيْعِ)
অনুচ্ছেদ ১ টি
হুদায়বিয়াহর উমরাহ عمرة الحديبية (فِيْ ذِيْ الْقَعْدَةِ سَنَةَ ٦ هـ)
অনুচ্ছেদ ১৮ টি
দ্বিতীয় পর্যায় (الْمَرْحَلَةُ الثَّانِيَةُ)
অনুচ্ছেদ ১০ টি
হুদায়বিয়াহর পরের সৈনিক প্রস্তুতি (النَّشَاطُ الْعَسْكَرِيْ بَعدَ صُلْحِ الْحُدَيْبِيَةِ)
অনুচ্ছেদ ১ টি
খায়বার ও ওয়াদিল কুরা যুদ্ধ (মুহাররম, ৭ম হিজরী) غَزْوَةُ خَيْبَرَ وَوَادِيْ الْقُرٰي (في المحرم سنة ٧ هـ))
অনুচ্ছেদ ২৮ টি
৭ম হিজরীর অবশিষ্ট সারিয়্যা ও যুদ্ধসমূহ (بَقِيَّةُ السَّرَايَا وَالْغَزَوَاتِ فِي السَّنَةِ السَّابِعَةِ)
অনুচ্ছেদ ২ টি
ক্বাযা উমরাহ (عُمْرَةُ الْقَضَاءِ)
অনুচ্ছেদ ২ টি
মুতাহ যুদ্ধ (مَعْرِكَة مُؤْتَة)
অনুচ্ছেদ ১৩ টি
মক্কা বিজয়ের যুদ্ধ (غَزْوَةُ فَتْحِ مَكَّةَ)
অনুচ্ছেদ ২৩ টি
তৃতীয় পর্যায় (الْمَرْحَلَةُ الثَّالِثَةُ)
অনুচ্ছেদ ১ টি
হুনাইন যুদ্ধ (غَزْوَةُ حُنَيْنٍ)
অনুচ্ছেদ ১৫ টি
মক্কা বিজয়ের পর ছোটখাট অভিযান এবং কর্মচারীগণের যাত্রা (البعوث والسرايا بعد الرجوع من غزوة الفتح)
অনুচ্ছেদ ২ টি
তাবুক যুদ্ধ - নবম হিজরীর রজব মাসে (غـــزوة تبـــوك في رجب سنة ٩هـ)
অনুচ্ছেদ ৩০ টি
দাওয়াতের সাফল্য ও প্রভাব (نَجَاحُ الدَّعْوَةِ وَأَثَرِهَا)
অনুচ্ছেদ ১ টি
বিদায় হজ্জ (حَجَّـةُ الْــوَدَاعِ)
অনুচ্ছেদ ২ টি
সর্বোচ্চ বন্ধুর দিকে ধাবমান (إِلَى الرَّفِيْقِ الْأَعْلٰى)
অনুচ্ছেদ ১৪ টি
নাবী (সাঃ)-এর পরিবার (البَيْتُ النَّبَوِيْ)
অনুচ্ছেদ ১১ টি
আচার-আচরণ ও গুণাবলী (الصِّفَاتُ وَالْأَخْلَاقُ)
অনুচ্ছেদ ২ টি
আর-রাহীকুল মাখতূম
লেখক: আল্লামা সফিউর রহমান মোবারকপুরী (রহঃ)
৪৮ টি অধ্যায় ৪৩৪ টি অনুচ্ছেদ
আর রাহীকুল মাখতূম গ্রন্থটি গ্রুপে ধারাবাহিক ভাবে পোস্ট করা হবে, ইনশাআল্লাহ 

গ্রন্থটিতে মোট ৪৮ টি অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত, গ্রুপে ধারাবাহিক ভাবে পোস্ট করা হবে, ইনশাআল্লাহ
।

COMMENTS