প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। ২ প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। বলনি দেবেনা ওমরে...
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না
বলনি দেবে না ওমর
বলনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সমর। ২
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না।
বলনি দেবেনা ওমরের যুগ
রাশেদার সেই খেলাফাত
ফিরিয়ে দেবেনা আলোর সমাজ
কেটে কেটে আধার রাত। ২
পৃথিবীতে আর তুমি কভু দেবেনা
ফুলের সোনালি ভোর
বলোনি দেবেনা হামজা তারিক
খালিদ বিজয়ী সমর।
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না....
পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার
লাঞ্চিত মানবতা
মাজলুমানেরই আহাজারিতে বয়
বাতাসে বিষন্নতা
পুনরায় পাঠাও ওগো ওমর আবার
কাটুক আধার এ ঘোর
বলনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সমর।
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না
বলনি দেবে না ওমর
বলনি দেবে না হামজা তারিক
খালিদ বিজয়ী সমর। ২
COMMENTS