পিছনের দিনগুলির কথা মনে করে রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া নিত্যদিনের অভ্যাসে পরিনত হয়েছে। রাত যতবার আসে মনের সাথে অক্লান্ত যুদ্ধ করি স্মৃতির পা...
পিছনের দিনগুলির কথা মনে করে রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া নিত্যদিনের অভ্যাসে পরিনত হয়েছে। রাত যতবার আসে মনের সাথে অক্লান্ত যুদ্ধ করি স্মৃতির পাতা খুলবো না, দেখবো না, মনে করবো না। কিন্তু পারিনা। যতই চাই তাড়িয়ে দিতে কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। স্মৃতিতে প্রিয়মুখ গুলো ভীড় করে হ্নদয় অলিন্দে। নাহ, আর খুলতে চাই না স্মৃতির পাতা, ভাসাতে চাই না নিজেকে শ্রাবন ঢলে। ভাসতে চাই না আর কালস্রোতে। ভাসতে ভাসতে আমি ক্লান্ত।
প্রতিটা রাতের শুরুতে ভাবি, আজ আকাশ দেখবো, তারা গুনবো, চাঁদের সাথে কথা বলবো। ওদের সাথেই কাটাবো সারারাত। বিশ্বাস আছে তাদের ওপর, তোমার মত বেওয়াফা হবে না। ইচ্ছে করে রাতগুলো আকাশ দেখে কাটাবো। কিন্তু রাত হলেই অশ্রুদেবী চোখ মনের দরজায় কড়াঘাত করে। মনের সাথে ইচ্ছের পরাজয়ে কেঁদে কেঁদে সারারাত পোহাতে হয়। আর আকাশ দেখা হয় না। তুমি এতটাই স্বার্থবাদী যে, আমার মনকে তোমার বশে করে রেখেছো। চলে গেছো তবুও বশীভূত করে জ্বালিয়ে মারছো। দেখবো, কতদিন এভাবে আমাকে জ্বালাতন করো। তুমি ভালো করেই জানো, এমন একটা রাত আসবে যে রাত আমি আকাশ দেখে তারা দেখে চাঁদের সাথে কথা বলে কাটাবো। তার বিনিয়মে তারা আমাকে সুন্দর সকাল উপহার দিবে। নতুন করে বাঁচার তাগিদ দিবে।

........ অপেক্ষায় আছি,
আমি অপেক্ষায় আছি কষ্টের রাতগুলো নিরসনের জন্য.............
প্রতিটা রাতের শুরুতে ভাবি, আজ আকাশ দেখবো, তারা গুনবো, চাঁদের সাথে কথা বলবো। ওদের সাথেই কাটাবো সারারাত। বিশ্বাস আছে তাদের ওপর, তোমার মত বেওয়াফা হবে না। ইচ্ছে করে রাতগুলো আকাশ দেখে কাটাবো। কিন্তু রাত হলেই অশ্রুদেবী চোখ মনের দরজায় কড়াঘাত করে। মনের সাথে ইচ্ছের পরাজয়ে কেঁদে কেঁদে সারারাত পোহাতে হয়। আর আকাশ দেখা হয় না। তুমি এতটাই স্বার্থবাদী যে, আমার মনকে তোমার বশে করে রেখেছো। চলে গেছো তবুও বশীভূত করে জ্বালিয়ে মারছো। দেখবো, কতদিন এভাবে আমাকে জ্বালাতন করো। তুমি ভালো করেই জানো, এমন একটা রাত আসবে যে রাত আমি আকাশ দেখে তারা দেখে চাঁদের সাথে কথা বলে কাটাবো। তার বিনিয়মে তারা আমাকে সুন্দর সকাল উপহার দিবে। নতুন করে বাঁচার তাগিদ দিবে।

........ অপেক্ষায় আছি,
আমি অপেক্ষায় আছি কষ্টের রাতগুলো নিরসনের জন্য.............
COMMENTS