আমরা তখন অনার্স ১ম বর্ষে ছাত্র ছিলাম। ইংরেজী প্রাইবেট পড়তাম আমাদের ক্লাস টিচার মোঃ আব্দুল হাকিম বিশ্বাস এর কাছে। পড়ার মাঝে মাঝে প্রায়ই তিন...
আমরা তখন অনার্স ১ম বর্ষে ছাত্র ছিলাম। ইংরেজী প্রাইবেট পড়তাম আমাদের ক্লাস টিচার মোঃ আব্দুল হাকিম বিশ্বাস এর কাছে। পড়ার মাঝে মাঝে প্রায়ই তিনি বিভিন্ন উপদেশ মূলক কথা বলতেন যা আমি কখনও ভুলবো না। একটা একটা করে তার দেয়া সকল উপদেশ আমার এই eDiary তে লিখব যাতে সকল পাঠক তার এই উপদেশ গুলি শিখতে পারে।
এক দিন প্রাইবেট পড়ার মাঝে বললেন-
''একটা কথা তোদেরকে বলে রাখি।
তুরা যারা ইংরেজীতে পড়ছিস তারা অধিক অংশই স্যার হবি। তো তিনটি কথা সব সময় মনে রাখবি-
১। ক্লাস এ দেরি করে ধুকবিনে।
২। ঘণ্টা পড়ার পর পর-ই ক্লাস থেকে বেরিয়ে যাবি। অর্থাৎ ক্লাস এর লেকচার দৈঘায়িত করবিনে।
৩। ক্লাস শুরু হওয়ার পর কোন ছাত্রকে ক্লাস এ ঢুকতি দিবিনে।''
উপদেশ দিয়েছিলেন-
সহকারী প্রভাষক,
ইংরেজী বিভাগ
-------------------
মোঃ মহি উদ্দীন০১৯১৯২৭৩৩৭৭
COMMENTS