খুব miss করছি একটা সময় কে .... আর সে সব দিন গুলিকে... miss করছি সেই সকাল .... সেই দুপুর... সেই বিকাল .... .... এসব কিছু মনে হলেই, হৃদয়...
খুব miss করছি একটা সময় কে.... আর সে সব দিন গুলিকে...
miss করছি
সেই সকাল....
সেই দুপুর...
সেই দুপুর...
সেই বিকাল....
....এসব কিছু মনে হলেই, হৃদয়টা কাঁদে, বুকটা ফেটে যায়, মনটা খারাপ হয়ে যাই আর ঝাপসা হয়ে আসে দুচোখ আমার। যে কান্না কেও দেখতে পায়না আর কাওকে বলতেও পারিনা...
এই তো কদিন আগেও সকাল বেলাতে কলেজ যাওয়ার আগে ফোন দেয়ার হিরিক পরে যেত,
... হ্যালো ; আরে তুই কোথায়, তাড়াতাড়ি আই, তোর জন্নে বাস স্ট্যান্ডে অপেক্ষা করসি...। , আমি কলেজ গেটে তুই কোথায়, তাড়াতাড়ি আই, নাহলে আরুন স্যার এর ইংলিশ ক্লাস miss হয়ে যাবে..।।
... এভাবেই কথা চলত...
আর এ ভাবেই আমি এর তারা এক হয়েই তবে কলেজে যেতাম । একজন কে ছেড়ে একজন যেতাম না।
বিকাল হলেই যেন আর কোন বাধাঁই আর বাধা মনে হত না... ।
সব ফেলে ঠিক ছুটে যেতাম তোদের কাছে।
কত কথা, কত হাসি, কত গান, কত সৃতি?
এ সব কিছুই আজ ঝাপসা, আটকে গেছে সৃতির বেড়াজালে ।
কোন বিশেষনেই আজ সেই দিন গুলোকে বর্ননায় আনা যায় না ...।
আজ সৃতি থেকে অনেক দূরে, টিকে থাকার এক কঠিন বাস্তবতার মুখোমুখি আমি আমরা সবাই। এতো সব অপরিচিত মুখের ভিরে ত আজ আর চির চেনা মুখ গুলোকে আবিষ্কার করতে পারি না, কোথায় তারা?
আজ আর কারো সাথে ইচ্ছা করেও ঝগড়া করতে পারি না, ইচ্ছা হলেই তোদের সাথে মারামারি করা হয়ে উঠে না, আজ আর ইচ্ছা করেও কারো কাছে ঝালমুড়ি খাওয়ার বাইনা করিনা । পারিনা মিথ্যা কথা বানিয়ে বলে মজা করতে...
সময়ের ব্যবধানে আর নিজেদের প্রয়জনে সব ইচ্ছে গুলো আজ ভেঙ্গে চুরমার হয়ে গেচে।
বিকাল হলেই যেন আর কোন বাধাঁই আর বাধা মনে হত না... ।
সব ফেলে ঠিক ছুটে যেতাম তোদের কাছে।
কত কথা, কত হাসি, কত গান, কত সৃতি?
এ সব কিছুই আজ ঝাপসা, আটকে গেছে সৃতির বেড়াজালে ।
কোন বিশেষনেই আজ সেই দিন গুলোকে বর্ননায় আনা যায় না ...।
আজ সৃতি থেকে অনেক দূরে, টিকে থাকার এক কঠিন বাস্তবতার মুখোমুখি আমি আমরা সবাই। এতো সব অপরিচিত মুখের ভিরে ত আজ আর চির চেনা মুখ গুলোকে আবিষ্কার করতে পারি না, কোথায় তারা?
আজ আর কারো সাথে ইচ্ছা করেও ঝগড়া করতে পারি না, ইচ্ছা হলেই তোদের সাথে মারামারি করা হয়ে উঠে না, আজ আর ইচ্ছা করেও কারো কাছে ঝালমুড়ি খাওয়ার বাইনা করিনা । পারিনা মিথ্যা কথা বানিয়ে বলে মজা করতে...
সময়ের ব্যবধানে আর নিজেদের প্রয়জনে সব ইচ্ছে গুলো আজ ভেঙ্গে চুরমার হয়ে গেচে।
সবারই আজ নিজস্ব পৃথিবি, সবাই আজ সেই পৃথিবি ডেলে সাজানোই ব্যস্ত । ইচ্ছাটাও আজ পরিস্তিতির শিকার, তুই তোরা আমি আমরা আজ কে কোথায় ???
কোথায় একের প্রতি অন্যের টান, ভালোবাসা...।
সব আজ নির্মম বাস্তবতার বলির শিকার ।
শুধু বলব...
খুব Miss করছি রে,
শুধু বলব...
খুব Miss করছি রে,
তোদের খুব Miss করছি...........
COMMENTS